নিয়োগ মেলেনি, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন টেট উত্তীর্ণ প্রার্থীদের

0
1

প্রাথমিকে চাকরি না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ২০১৪ টেট পাশ করা প্রায় ১৫০০ জন চাকরি প্রার্থীর। গত নভেম্বরে ২০১৪ প্রাথমিকে টেট উত্তীর্ণ ১৬৫০০ জন প্রার্থীকে প্রাথমিকে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ফেব্রুয়ারিতে।

কিন্তু প্রথম মেধাতালিকা প্রকাশের পর দেখা যায় কেন্দ্রের তুঘলকি নিয়মে (NCTE-2018) রাজ্যের টেট পাস ও প্রাথমিকে শিক্ষকতা করানোর জন্য পূর্ণ প্রশিক্ষিত ১৫০০ D EL ED প্রার্থী এখনও নিয়োগ পায়নি। কেন্দ্রের খামখেয়ালি সিদ্ধান্তে অর্ধপ্রশিক্ষিত B.ED প্রার্থীরা এই প্রথম রাজ্যের প্রাথমিক নিয়োগে সুযোগ পেয়েছে (যাদের প্রাইমারি শিক্ষকতা করার জন্য ৬ মাসের ব্রিজ কোর্স বাধ্যতামূলক) আর প্রাথমিকে সম্পূর্ণ যোগ্য ও পূর্ণ প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায় ১৫০০ জন ডিএলএড প্রার্থীরা নিয়োগ না পেয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হতে চলেছেন। মুখ্যমন্ত্রীর টেট পাস সবাইকে নিয়োগের যে ঘোষনা করেছিলেন সেদিকেই তাকিয়ে এই চাকরিপ্রার্থীরা।

এই প্রসঙ্গে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চর তরফে প্রিয়ব্রত দাস, উজ্জ্বল মল্লিকের বক্তব্য, “মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা আমাদের একমাত্র আশা, ভরসা”।

আরও পড়ুন-বাঙালিকে সম্পূর্ণ ভেষজ খাবারের স্বাদ দিতে বাজারে এল ‘ফার্ম টু হোম শপ’