অগস্টে এএফসি কাপ। সেই প্রতিযোগিতায় ভাল ফল করার লক্ষ্য এটিকে মোহনবাগান কোচের। সোমবার কলকাতায় পা রেখে স্পষ্ট জানিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। তার সঙ্গে এদিন শহরে পা রাখেন ফিনল্যান্ডের হয়ে এ বার ইউরো কাপ খেলা জনি কাউকো। তাঁদের হাতে দুর্গা মূর্তি তুলে দিয়ে স্বাগত জানায় একাধিক মোহনবাগান সমর্থক। সবুজ-মেরুনের জয় ছাড়া যে আর কিছু ভাবছেন না সেটা স্পষ্ট করে দেন মিডফিল্ডার কাউকো। তিনি বলেন, এখানে আসার আগে মোহনবাগান নিয়ে অনেক পড়াশোনা করেছি। দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।
হাবাস ও কাউকো ছাড়া এ দিন আশুতোষ মেহতাও দলে যোগ দিতে চলে এসেছেন। হুগো বৌমাস শহরে আসবেন মঙ্গলবার। কাউকো জানিয়েছেন , এখানে সব কিছুই আমার কাছে নতুন। তবে এই নতুনত্ব মানিয়ে নিতে সময় লাগবে না। মোহনবাগানের হয়ে ভাল ফল করাই এখন আমার লক্ষ্য। আগামী ১৮ অগস্ট এএফসি কাপ অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তারপর শুরু হবে আইএসএল-এর প্রস্তুতি। সেই জন্য ইতিমধ্যেই পাঁচ বিদেশি বেছে নিয়েছেন স্প্যানিশ প্রশিক্ষক।
জানা গিয়েছে ২৮ জুলাইয়ের মধ্যে দলের সব ফুটবলার কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন। তবে রয় কৃষ্ণ আসবেন অগস্টের প্রথম সপ্তাহে।






































































































































