অভিনব বাইক ব়্যালির (adventurous bike rally) মাধ্যমে ২২ তম কারগিল বিজয় দিবস (Kargil Vijay diwas) পালন করল ভারতীয় সেনাবাহিনী (Indian army)। সোমবার ২৬ জুলাই কারগিল বিজয় দিবস। সেই উপলক্ষে সেনাবাহিনীর তরফে কাশ্মীর ও লাদাখের(Kashmir and Ladakh area) দুর্গম পার্বত্য এলাকায় দুটি বাইক ব়্যালি করা হল । অতিক্রান্ত পথ ছিল এক হাজার কিলোমিটারেরও বেশি। এ দিন সকলেই দ্রাসে কার্গিল স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান।
#SundayInspiration
When Army Commander leads from the front, the Josh has to be Sky high!
"The easier portion of the Dhruva Bike rally starts now"…says Lt Gen YK Joshi, #ArmyCdrNC just before crossing the dangerous Zojila pass which is at 11649 feet!#DhruvaKargilRide pic.twitter.com/GOYWEoCvpy— PRO LEH (@prodefleh) July 25, 2021
সেনাবাহিনীর টুইটার হ্যান্ডেলে কারগিল দিবস পালনের একটি কারগিল দিবস পালনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে । সেখানে দেখা যাচ্ছে একটি বাইক ব়্যালির নেতৃত্ব দিচ্ছেন সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী। যিনি নিজেও কারগিল যুদ্ধে লড়াই করেছিলেন। ভয়ঙ্কর জোজিলা পাস পার করার আগে তাঁকে বলতে শোনা যায়, “হাউ ইজ দ্য জোশ?” জবাবে জওয়ানরাও বলেন, “হাই স্যার”। ১১ হাজার ৬৪৯ ফিট উপরে জওয়ানদের হুংকারে কেঁপে ওঠে গোটা উপত্যকা।
ভিডিয়োয় লেফটেন্যান্ট জেনারেল যোশীকে মজার ছলেই বলতে শোনা যায়, “এ বার আমরা সহজ রাস্তায় প্রবেশ করব। জোজিলার পথ ধরে লাদাখে প্রবেশ করব।” পরেই অবশ্য সকলকে সতর্ক করে তিনি বলেন, “আপনারা সবাই সাবাধানে ও ধীরে বাইক চালাবেন।”
এদিন উধমপুরের ধ্রুব স্মৃতিসৌধ থেকে পরমবীর চক্র প্রাপ্ত সঞ্জয় কুমারের অধীনে ৭৫টি বাইক নিয়ে “ধ্রুব কার্গিল রাইডার”রা যাত্রা শুরু করে। অন্যদিকে, বৃহস্পতিবার উধমপুর থেকেই লেফটেন্যান্ট জেনারেল যোশীর অধীনে ২৫টি বাইক নিয়ে আরেকটি দল কার্গিলের উদ্দেশ্যে রওনা দেয়।l