চাকরি দেওয়ার নামে দম্পতির থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার

0
2

ফের পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer)। এক আইনজীবী এবং তাঁর স্ত্রীর  অভিযোগের ভিত্তিতে ওই যুবককে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া (Niagara) থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কৃশানু মণ্ডল। সে বাগুইআটির (Bahuiati) রঘুনাথপুরের বাসিন্দা বলেই জানা গিয়েছে। অভিযোগ, ধৃত ভুয়ো সিবিআই আধিকারিক ওই দম্পতির কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

 

জানা গিয়েছে, ২০১৬ সালের একটি জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে কাছে যান কৃশানু মণ্ডল নামে ওই যুবক। সেই সময় থেকেই বিশ্বজিৎয়ের সঙ্গে ধীরে ধীরে আলাপ জমে। আইনজীবী বিশ্বজিৎবাবুর বরাহনগরের একে মুখার্জী রোডের বাড়িতেও কৃশানুর আসা যাওয়া শুরু হয়। সেই সুযোগেই বিশ্বজিৎবাবু এবং তাঁর স্ত্রী সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিযুক্ত কৃশানু মণ্ডলের।

 

শিয়ালদহ আদালতের আইনজীবী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মক্কেল ছিল অভিযুক্ত কৃশানু। বিশ্বজিৎবাবুর স্ত্রী ইন্দিরাদেবীর সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল ভুয়ো সিবিআই আধিকারিকের। এই দম্পতিকে সিবিআই অফিসার পরিচয় দেয় কৃশানু। এবং আইনজীবীর স্ত্রীকে সিবিআই দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় সে। শুধু তাই নয়, ওই দম্পতির নামে ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে দেয় কৃশানু।

 

এরপরই সন্দেহ হত আইনজীবী এবং তাঁর স্ত্রীর। তাঁদের অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে নোয়াপাড়ায় হানা দেয় বরাহনগর থানার পুলিশ। এবং গ্রেফতার করা হয় ভুয়ো সিবিআই আধিকারিককে।