DSO-এর বিক্ষোভে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার

0
2

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও ফি মকুব করার দাবিতে আজ, সোমবার ককেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ দেখালো SUCI-এর ছাত্র সংগঠন DSO. আর তাদের এই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা-ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল কলেজ স্ট্রিট এলাকা। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। তৈরি হয় যানজট।

আরও পড়ুন:বুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের

ছাত্র সংগঠন DSO-এর মূল দাবি, স্বাস্থ্যবিধি মেনে এবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। একইসঙ্গে করোনা কালে ভরতি-সহ যাবতীয় ফি মকুব করা হোক। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন বেশ কয়েকজন DSO সমর্থক। এদিন বিক্ষোভে মহিলা সদস্যরাও সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়েন। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।