জাতীয় রাজনীতিতে আন্দোলনের রোড ম্যাপ তৈরি করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাশাপাশি, বাদল অধিবেশনে দলীয় সাংসদদের রণনীতি ঠিক করতে সোমবার সংসদের মিটিং রুমে বৈঠক করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) দিল্লি যাওয়ার আগেই দিল্লি পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত সপ্তাহে দিল্লি গিয়ে দলীয় সাংসদদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। এবার বৈঠক করলেন সংসদের মিটিং রুমে।
সোমবার, বিকেল চারটে নাগাদ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সংসদের কোনও মিটিং রুমে বৈঠকে বসলেন তৃণমূল সাংসদরা। সূত্রের খবর, মূলত পেগাসাস (Pegasus) ইস্যুকে সামনে রেখে অ-বিজেপি (Bjp) দলগুলির মধ্যে সমন্বয় ঘটানোর বিষয়ে জোর দেন অভিষেক। একসঙ্গে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে আওয়াজ তোলার কথাও বলেছেন তৃণমূল সাংসদ। এদিন তিনি নিজেও পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে লিখিত প্রশ্ন করেন।

এর আগেও পেগাসাস নিয়ে সংসদে (Parliament) লাগাতার বিরোধিতা করে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। একইসঙ্গে অমিত শাহর কাছে পেগাসাস নিয়ে একাধিক প্রশ্ন করারও কথাও বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সাংসদদের লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন- মিজোরাম সীমান্তে সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত অসমের ৬ পুলিশকর্মী

 

 
 
 
 
 
 
 
 































































































































