এবার আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস

0
1

এবার আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস। এই পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
তদন্তে নেমে আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে চক্রের অন্যতম পাণ্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৪ মে। বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর থানায় অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে KYC আপটেড করাতে বলে মোবাইলে মেসেজ আসে। তাঁর ডেবিট কার্ডের নম্বর ও মোবাইল ফোনে আসা ওটিপি জেনে নেয় এক ব্যক্তি। এরপরই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনার তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে সাপ! আসানসোল থেকে ফোন করা হলেও আদতে মোবাইলে অন্য রাজ্যের সিমকার্ড ব্যবহার করা হচ্ছিল । নজরদারি চালিয়ে এবং মোবাইল কল ট্র্যাক করে পুলিশ এই প্রতারণা চক্রের সঙ্গে আন্ত:রাজ্য  যোগাযোগ নিয়ে নিশ্চিত হয়।