টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics )জয় লাভ হল না বাংলার প্রণতি নায়েকের (Pranati Nayak)। এদিন আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফাইনাল রাউন্ডে উঠতে ব্যর্থ হলেন তিনি। যোগ্যতা অর্জন পর্বে দ্বাদশ স্থানে শেষ করেন বাংলার প্রণতি। এর ফলে ফাইনাল পর্বে আর যাওয়া হল না মেদিনীপুরের মেয়ের।
মাত্র দু’মাসের প্রস্তুতি নিয়ে অলিম্পিক্সে যান প্রণতি। রবিবার সকালে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন প্রণতি। সেখানে অলরাউন্ড পর্বে প্রণতির মোট স্কোর ৪২.৫৬৫। এর মধ্যে তিনি সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে (১৩.৪৬৬)। এ ছাড়া ফ্লোরে ১০.৬৩৩, আনইভেন বারে ৯.০৩৩ এবং ব্যালান্স বিমে ৯.৪৩৩ পয়েন্ট পেয়েছেন তিনি।

মহাদেশীয় কোটায় শেষ মুহূর্তে অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছিলেন প্রণতি।
আরও পড়ুন:বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের প্রিয়া মালিকের













































































































































