বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের প্রিয়া মালিকের

0
1

আন্তর্জাতিক মঞ্চে আবার শ্রেষ্ঠ ভারত( india)। জাপানের( japan) পর এবার হাঙ্গেরিতে( Hungary) ভারতের মেয়ের দাপট দেখল গোটা বিশ্ব। হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় ভারতের। কুস্তিতে দেশকে সোনা এনে দিলেন প্রিয়া মালিক (Priya Malik)। মীরাবাই চানু (Mirabai Chanu) অলিম্পিক্সে রুপো জেতার কয়েক ঘন্টার মধ‍্যেই দেশবাসীকে গর্বিত করলেন হরিয়ানার প্রিয়া।

হাঙ্গেরিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতকে সোনা এনে দিলেন প্রিয়া। বুদাপেস্টের ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রিয়া ৭৩ কেজি বিভাগে বেলারুসের সেনিয়া পাতাপোভিচকে হারিয়ে দেন ৫-০ ব্যবধানে। এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা, অভিনন্দনে ভেসে পড়েন প্রিয়া মালিক।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে টেনিসে মহিলাদের ডাবলসে হার সানিয়া-অঙ্কিতা জুটির