করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগাম সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কোভিড নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে প্রতি মাসে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা নিল হাসিনা সরকার। রবিবার দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে।
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, শহরের হাসপাতালে ভর্তি করোনা রোগীদের প্রায় ৭৫ শতাংশই গ্রাম থেকে আসা। ইদের সময় গ্রামে যাওয়া আসার কারণে দেশে করোনা সংক্রমণ এখন ৫ থেকে ৬ গুণ বেড়েছে।
এদিকে বাংলাদেশের করোনা রোগীদের সহায়তায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে রেলপথে পৌঁছেছে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। শনিবার রাতে অক্সিজেন বহনকারী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। টাটানগরে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়।









































































































































