এত পরীক্ষার্থী অকৃতকার্য কেন? সংসদের কাছে রিপোর্ট তলব স্কুল শিক্ষা দফতরের

0
5
করোনা পরিস্থিতিতে এবছর বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা (High Secondary Examination)। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজস্ব পদ্ধতি মেনে মূল্যায়ন করে। তবে ফল বেরোনোর পর দেখা যায়
চলতি বছরে উচ্চমাধ্যমিকে বিভিন্ন জেলায় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এনিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব করল বিদ্যালয় শিক্ষা দফতর (School Education Department)। শুক্রবার রাতে দীর্ঘ সময় ভার্চুয়াল (Virtual) বৈঠক করেন দফতরের আধিকারিকরা। পরে সংসদের মূল্যায়ন ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না অথবা সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার্থীদের নম্বর পাঠাতে ভুল করেছে কি না সংসদ সভাপতিকে সেই বিষয়টি পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে।
সূত্রের খবর, রিপোর্টে মূল্যায়নের সঙ্গে স্কুলগুলির পাঠানো পরীক্ষার্থীদের নম্বর জমা দিতেও বলা হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের অভিভাবকরা শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে  বিক্ষোভ দেখান। শনিবারও উত্তর 24 পরগনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে তা জানতেই বৈঠকে বসেন আধিকারিকরা।