প্রথমবারের জন্যে বাংলাদেশে ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন পৌঁছে দিল ভারতীয় রেল। দশটি কন্টেনারে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হল বেনাপোল সীমান্তে। দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের টাটা স্টেশন থেকে ২০০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছাল বাংলাদেশে।
ভারতীয় রেল সূত্রে খবর, ‘২০২১ সালের ২১ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যে এক্সিজেন পৌঁছে দিতে চালু হয়েছিল অক্সিজেন এক্সপ্রেস। এখনও পর্যন্ত ১৫ রাজ্যে ৩৫ হাজার মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন পৌঁছে দিয়েছে ভারতীয় রেল। অক্সিজেন এক্সপ্রেসের অধীনে ৪৮০টি ট্রেন ছুটেছে।’

আরও পড়ুন- প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর প্রয়াত




































































































































