পড়ুয়াদের বিক্ষোভের জের, মহুয়া দাসকে জরুরি তলব নবান্নর

0
3

উচ্চমাধ্যমিকে ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় অকৃতকার্যদের বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে। পরীক্ষা না নিয়ে কী করে ফেল করানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিক্ষার্থীরা। এমনকি সংসদের বাইরেও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এদিকে লাগাতার বিক্ষোভের জেরে সমস্যার সামাল দিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে নবান্নে তলব করলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রের খবর, সেখানে এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত রয়েছেন শিক্ষাসচীব মণীশ জৈন-সহ আরও অনেকে।
করোনা আবহে চলতি বছর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। বিগত বছরের নম্বর এবং মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে উচ্চমাধ্যমিকের নম্বরের মূল্যায়ন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা করেন সভাপতি মহুয়া দাস। সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর পাশের হার প্রায় ৯৮ শতাংশ। এরপরই শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ।স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র ছাত্রী সহ অভিভাবকরাও। তবে সূত্রের খবর, যে সমস্ত স্কুলে সমস্যা হয়েছে, গতকাল সেইসকল স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছেন সংসদ সভাপতি। পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এমনকি ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে বলেও জানিয়েছেন সভাপতি মহুয়া দাস। এরপরও তাঁকে নবান্ন কেন তলব করল, তা বৈঠক শেষেই জানা যাবে বলে মনে করা হচ্ছে।