উচ্চমাধ্যমিকের পর মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতেও জয়জয়কার মুর্শিদাবাদের! “প্রথম” সারিফা খাতুন

0
2
করোনা (Corona) আবহে পরীক্ষা না হলেও বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে এবার ফলাফল প্রকাশ হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (HS), মাদ্রাসা (Madrasa)বোর্ডের। আর সেখানেই বাজিমাত মুর্শিদাবাদ (Murshidabad) জেলার। উচ্চ মাধ্যমিকের পর মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতেও সর্বোচ্চ নম্বর এসেছে এই জেলার স্কুল থেকে। এবং এক্ষেত্রেও সর্বোচ্চ নম্বর পেয়ে সম্ভাব্য “প্রথম” এক ছাত্রী। প্রসঙ্গত, এবার উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে “প্রথম” হয়েছেন এই জেলারই কান্দির হোটেল পাড়ার বাসিন্দা রুমানা সুলতানা (Rumana Sultana)। কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মেধাবী রুমানা ৫০০-তে ৪৯৯ পেয়েছেন।
এবার মাদ্রাসা বোর্ডের রাজ্যে মেয়েদের মধ্যে সাম্ভাব্য প্রথম হলেন জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন (Sarira Khatun)। ৮০০ মধ্যে তার প্রাপ্ত নম্বর ৭৯৫। রঘুনাথগঞ্জ থানার ছোটকালিয়া গ্রামের সারিফা ছোট থেকেই মেধাবী ছাত্রী বলে পরিচিত এলাকায়।
বাবা রাজমিস্ত্রির কাজের সূত্রে প্রায় সারা বছরই বাইরে থাকেন। মা সংসার সামলান। আর্থিক অসচ্ছলতা থাকলেও সারিফার পড়াশোনায় কোনও প্রতিবন্ধকতা তৈরি হতে দেননি তাঁর বাবা-মা।
সারিফা ইংরেজি, বিজ্ঞান ও পরিবেশবিদ্যা, আরবি ও ইসলাম পরিচয় বিষয়ে একশোয় ১০০ করেই পেয়েছে।বাংলা, অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলে তাঁর প্রাপ্ত নম্বর একশোয় ৯৯।
ফলাফল জানার পর উচ্ছ্বসিত তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে সারিফা বলেন,  “ভালো নম্বর পাবো আশা করেছিলাম। কিন্তু এতটা ভালো হবে বুঝতে পারিনি।”
সারিফা তাঁর এই কৃতিত্ব বাবা-মা-দুই গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষকদের সঙ্গে ভাগ করে নিতে চান। ছোট থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি আগ্রহ তাঁর প্রবল। তাই ভবিষ্যতে  ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে সারিফার। মেয়ের সাফল্যে গর্বিত সারিফার বাবা-মা-শিক্ষকরাও।