প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি ফল, রাজ্যে এগিয়ে মেয়েরাই

0
4

প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র ফল। আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৯.৯৮ শতাংশ।মাধ্যমিকের পর আইএসসি পরীক্ষাতেও অধিকাংশ ছাত্রছাত্রীই পাশ করেছে। আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৭৬ শতাংশ। পরীক্ষার্থীরা তাঁদের মার্কশিট cisce.org  বা results.cisce.org -এই দুটি ওয়েবসাইটে দেখতে পারবে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও নিজস্ব ইউনিক আইডি পাঠিয়ে নিজের ফলাফল জানতে পারবে।

করোনা আবহে পরীক্ষা না হওয়ায় ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছে। রাজ্যে আইএসসিতে পাশের হার ৯৯.৬৩ শতাংশ। আইসিএসইতে পাশের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়ের পাশের হার বেশি। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাশের হার ৯৯.৯৯ শতাংশ। আইসিএসইতে ছাত্রদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ। পাশাপাশি রাজ্যে আইএসসিতে মেয়েদের পাশের হার ৯৯.৮২ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে ছেলেদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। সেক্ষেত্রে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইউনিক আইডি। আর তা পাঠিয়ে দিতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। গতকালই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা বাতিল হওয়ায় এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। এই নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা পাঠাতে হবে কাউন্সিলের কাছে। ১ অগাস্টের মধ্যে পাঠাতে হবে তা। কাউন্সিল সাফ জানিয়েছে ১ অগাস্টের পরে এই সংক্রান্ত কোনও বক্তব্য বা প্রশ্ন শোনা হবে না।