সুখবর! মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের সোনার দামে বড়সড় পতন। সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা দাম কমেছিল এই সোনালি ধাতুর। তারপর গত কয়েকদিন ধরেই নিম্নমুখী সোনার দর। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুযায়ী, প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৬ হাজার ৮৭০ টাকা। ১০ গ্রামে প্রায় ১০টাকা করে কমেছে এই দাম।সার্বিকভাবে গত কয়েকদিনে প্রায় ১ হাজার টাকা কমেছে সোনার দাম। এদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭ হাজার ২৬০ টাকা এবং ২৪ ক্যারেটে সোনার ১০ গ্রামের দাম ৪৯ হাজার ৯৬০ টাকা হয়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও।
করোনা আবহে গত বছর অগাস্ট মাসে রেকর্ড দাম বৃদ্ধি হয়েছিল সোনার। তারপর বেশ কয়েকবার দাম ওঠানামা করেছে। একনজরে দেখে নিন কলকাতা ছাড়াও দেশের অনান্য শহরগুলিতে সোনার দাম-
- দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৬০ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম প্রায় ৫১ হাজার ১২০ টাকা।
- হায়দরাবাদে দাম সেই তুলনায় অনেকটা কম। ২২ ক্যারটের সোনার ১০ গ্রামের দাম ৪৪ হাজার ৭০০ টাকা। ২৪ ক্যারট হলে তা প্রায় ৪৮ হাজার ৭৬০ টাকা।
- মুম্বইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৬০ টাকা এবং ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৮৬০ টাকা।
- চেন্নাইয়ে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫ হাজার ৬০ টাকা এবং ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজার ১৬০ টাকা।
