প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর প্রয়াত

0
1

প্রয়াত হলেন একাত্তরের কণ্ঠযোদ্ধা, কিংবদন্তী গণসংগীত শিল্পী ফকির আলমগীর। শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন ফকির আলমগীর। এরমধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। চলে গেলেন প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রেখেছিলেন ৭১ বছর বয়সী শিল্পী ফকির আলমগীর। দীর্ঘ কেরিয়ারে তার কণ্ঠে বেশ কিছু গান তুমুল জনপ্রিয়তা পায়। এর মধ্যে ও সখিনা, নাম তার ছিলো জন হেনরি সহ আরো কিছু গান মানুষের মুখে মুখে ফেরে। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।

আরও পড়ুন- ২৮ জুলাই দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা