রাজধানী দিল্লি(Delhi) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থ হচ্ছে ক্রমশ। এহেন পরিস্থিতিতে ধীরে ধীরে বিধি-নিষেধ শিথিল করার পথে হাঁটতে শুরু করেছে কেজরিওয়াল সরকার(kejriwal government)। এই লক্ষ্যেই শনিবার দিল্লিবাসীকে আশ্বস্ত করে লকডাউনের(lockdown) বিধি নিষেধ আরও খানিক শিথিল করা হল রাজধানীতে। শনিবার ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী সোমবার থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে দিল্লিতে চলবে বাস- মেট্রো। পাশাপাশি আরও একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।
আরও পড়ুন:মহারাষ্ট্রে অতিবৃষ্টিতে বহু প্রাণহানি, ৬ জেলায় লাল সতর্কতা, শোকপ্রকাশ মমতার
সরকারি বিবৃতি অনুযায়ী, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীতে বন্ধ হয়ে থাকা সিনেমা হলগুলি খুলে দেওয়া হচ্ছে সোমবার থেকে। যদিও সিনেমা হলগুলোতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে মেট্রো এবং বাসের ক্ষেত্রে ১০০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। এর পাশাপাশি মৃতদেহ শেষকৃত্যের ক্ষেত্রে এখন থেকে ১০০ জনের জমায়েতে অনুমোদন দেওয়া হয়েছে। পূর্বে অন্ত্যেষ্টিক্রিয়ায় মাত্র ২০ জন জমায়েত হতে পারতেন।















































































































































