টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) তিরন্দাজের মিক্সড ডাবলসের( Mixed Archer) কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা কুমারী( deepika kumari) এবং প্রবীণ যাদব( pravin jadhav)। এদিন তারা ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ।
প্রথম সেটে হেরে গেলেও দারুণ ভাবে ফিরে আসেন দীপিকা-প্রবীণ জুটি। দ্বিতীয় সেট হয় ড্র। কিন্তু প্রবীণ এবং দীপিকা পর পর দুটো ১০ পয়েন্ট স্কোর করে বুঝিয়ে দেন যে ভারতের আশা এখনও আছে।
তৃতীয় সেটে ৪০ পয়েন্ট স্কোর করে ভারতীয় দল। শেষ সেট ছিল মরণবাঁচন লড়াই। দুই দলই একটি করে সেট জেতায় এবং একটি সেট ড্র হয়ে যাওয়া চতুর্থ সেটের ওপরেই জয় নির্ভর করছিল।
সেটের শুরুতে প্রথম দুই তিরে চাইনিজ তাইপে পায় ১৯ পয়েন্ট। কিন্তু জবাবে ভারত পায় ১৭ পয়েন্ট। পরের দুই তির মেরে চাইনিজ তাইপের মোট পয়েন্ট দাঁড়ায় ৩৬। ভারতকে জিততে হলে দরকার দুই তিরে ২০ পয়েন্ট। আর সেই কাজটাই করে দেন দীপিকা এবং প্রবীণ। ২০ পয়েন্ট পেয়ে দলকে তাঁরা পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস