গরুপাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর বাবা-মাকে তলব করল সিবিআই 

0
1

এবার গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর (kingpin Vinay Mishra) বাবা-মাকে তলব করল সিবিআই। সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, বিনয় মিশ্র র বাবা তেজবাহাদুর মিশ্র এবং মা ললিতা মিশ্রকে বুধবার নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই-এর সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় বিনয় মিশ্রদের (Vinay Mishra) রাসবিহারীর বাড়িতে তাঁর বাবা- মার সঙ্গে দেখা করতে গেছিলেন সিবিআই অফিসাররা । কিন্তু তাদের দেখা পাননি সিবিআই (CBI) তদন্তকারী অফিসাররা। শনিবার নোটিশ পাঠানো হলো সিবিআই এর তরফ থেকে। জানা যাচ্ছে, অনেকদিন ধরেই তাঁরা নাকি বাড়িতে নেই। এরপর বাড়িতে হাজিরার নোটিস (Summon Notice) দিয়ে দিল সিবিআই।

কিন্তু হঠাৎ বিনয় মিশ্রর বাবা-মাকে তলব কেন?

সিবিআই সূত্রে খবর, বাবা ও মায়ের নামে কোম্পানি খুলেছিল বিনয় মিশ্র। সেই কোম্পানির মাধ্যমে আর্থিক লেনদেন হত। সেই কোম্পানিটি সম্পর্কে বিশদে তথ্য চাই সিরিয়াল। কবে এই কোম্পানি খোলা হয়েছে। কীভাবে ওই কোম্পানির মাধ্যমে লেনদেন হত । কারা কারা এর পিছনে যুক্ত সেইসব নিয়ে এবার তদন্ত শুরু করেছে সিবিআই। সেই কারণেই বিনয় মিশ্রের বাবা ও মা-কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।