একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) ফল প্রকাশের পর থেকেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল (TMC) যোগ দেওয়ার হিড়িক পড়েছে রাজ্যজুড়ে। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, সর্বত্র গেরুয়া শিবিরে জোর ধাক্কা দিয়ে ঘাসফুলে যোগদানের লাইন। এবার বীরভূমে (Birbhum) তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হাত থেকে দলীয় পাতাকা নিয়ে দল বদলালেন প্রায় ১,০০০ জন বিজেপি কর্মী-সমর্থক।
নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১,০০০ বিজেপি কর্মী ও স্থানীয় নেতা বোলপুরের তৃণমূল কার্যালয়ে অনুব্রতের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। অন্য একটি যোগদান কর্মসূচিতে লাভপুর থানার অন্তর্গত কুরানাহার গ্রাম পঞ্চায়েতের বিজেপি’র কর্মী, বুথ সভাপতি ও মণ্ডল সভাপতি-সহ আরও কয়েক হাজার মানুষ বিজেপি ছেড়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নেন।

































































































































