চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে আঠারো ঊর্ধ্বদের টিকাকরণ সম্পূর্ণ হবে। লোকসভায় বিবৃতি দিয়ে শুক্রবার জানাল স্বাস্থ্যমন্ত্রক। এরই পাশাপাশি আরও জানানো হয়, অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দেশে ১৩৫ কোটি টিকার ডোজ পাওয়া যাবে।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত টিকাবাবদ ৯ হাজার ৭২৫ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনও দেরি হয়নি, টিকার জন্য অগ্রিম বাবদ টাকাও দেওয়া হয়েছিল। লোকসভায় লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।






































































































































