ফেসবুকে পরিচয়। তারপর বয়সের আবেগে যা ঘটার তাই ঘটলো। প্রকৃত নাম-পরিচয় না জানা সোশ্যাল মিডিয়ার বন্ধুকেও অগাধ বিশ্বাসে আপন করে নিয়েছিল কিশোরী। আর তাতেই বিপত্তি। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ওই কিশোরীকে অভিনয়ের প্রস্তাবও দিয়েছিল অভিযুক্ত। নদিয়ার পলাশিপাড়ার নিম্নবিত্ত পরিবারের কিশোরী ভেবেছিল বন্ধু হয়তো সত্যি তার পাশে দাঁড়াচ্ছে। তবে তার সেই ভ্রান্ত ধারণা অচিরেই ভুল প্রমাণ হয়েছে। পরিকল্পনামাফিক নদিয়ার কিশোরীকে মুম্বইতে পাচারের অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়েই পুলিশ অবশ্য অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী-র সৌজন্যে ভেলোর থেকে সুস্থ হয়ে ফিরল লাবণি