এবারের বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য Rajyasabha থেকে সাসপেন্ড করা হল Trinamool MP Shantanu Senকে। বৃহস্পতিবারই ইঙ্গিত মিলেছিল। সেই পথেই গেল BJP. পেগাসাস ফোন কেলেঙ্কারি নিয়ে সরব ছিলেন শান্তনু। প্রশ্ন করছিলেন। এই সময় বিজেপি বেঞ্চের তরফ থেকে থাকে অসংসদীয় কথা বলা হয় বলে অভিযোগ। শান্তনু এগিয়ে গিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাতেই বিতর্কের সুযোগ নেয় বিজেপি। মন্ত্রীর সঙ্গে শান্তনুর ঘটনাকে ঘিরে তাঁকে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার সেটিই কার্যকর হল। তৃণমূল বলেছে এইভাবে প্রতিবাদ দমন করা যাবে না।




 

 
 
 
 
 































































































































