বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর ডাকে সাড়া দিয়ে শুক্রবার বিকেল রাজভবনে (Rajbhavan) সাক্ষাৎ হয় দু’জনের। প্রায় ঘণ্টাখানের সাক্ষাতের পর রাজভবন ছাড়েন বিমান বন্দ্যোপাধ্যায়। ছোট্ট প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন, “বিধানসভা সংক্রান্ত কাজ নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা সদর্থক।
অন্যদিকে এই সাক্ষাৎ নিয়ে রাজ্যপাল টুইট করে জানান, বিধানসভার স্পিকার রাজভবনে এসেছিলেন। মানুষের স্বার্থে বেশকিছু গঠনমূলক বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়। গণতান্ত্রিক দেশে যে কোনও সাংবিধানিক প্রতিষ্ঠান পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে মসৃণভাবে পরিচালিত হয়। স্বাস্থ্যকর আলোচনার মাধ্যমে যে কোনও বিষয় সুসংবদ্ধ ভাবে এগিয়ে চলে।
প্রসঙ্গত, রাজ্য বিধানসভার স্পিকারের কাজে অসন্তোষ প্রকাশ করে সম্প্রতি সরাসরি তাঁকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল পদের অপমান করেছেন স্পিকার। শুধু তাই নয়, বিধানসভার অধিবেশনের শুরুতে তাঁর ভাষণ সম্প্রচার বন্ধ করা হল কেন, স্পিকারকে চিঠিতে সে কথাও উল্লেখ করেছিলেন রাজ্যপাল।
আবার রাজ্যপালের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। ফলে সাম্প্রতিক অতীতে রাজ্যপালের সঙ্গে স্পিকারের যে ‘’সঙ্ঘাত’’-এর আবহ তৈরি হয়েছিল, তার মাঝে এদিন রাজভবনে দু’জনের সাক্ষাৎ খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
































































































































