পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। প্রতিদিন বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সংসদে। এবার সেই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস(Congress) সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)।
শুক্রবার অধিবেশন শুরুর আগে সকাল থেকেই গান্ধী মূর্তির সামনে পেগাসাস ইস্যুতে বিক্ষোভ দেখান তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। বিক্ষোভের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, “ইজরায়েল সরকার পেগাসাস সফটওয়্যার তৈরি করেছিল জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। জঙ্গি দমন করতে এই সফটওয়্যারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইজরাইল। তবে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই অস্ত্র দেশবাসী এবং দেশের এজেন্সিগুলির উপরে প্রয়োগ করছে। দেশবাসীর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে।” শুধু তাই নয়, তাঁর নিজের ফোনও ট্যাপ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী।
আরও পড়ুন:মধ্যযুগীয় বর্বরতা, জিন্স পরার ‘অপরাধে’ যোগী রাজ্যে কিশোরীকে পিটিয়ে মারল ঠাকুর্দা-কাকা!
উল্লেখ্য, সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে ভারতের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির উপর পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে বেআইনিভাবে নজরদারি চালিয়েছে সরকার। এই তালিকায় বিরোধী নেতা, মন্ত্রীর পাশাপাশি সাংবাদিক বিচারপতিদের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে। বেশিরভাগ ফোন হ্যাক করা হয়েছে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে। যদিও পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সরকার বা বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ৷ তিনি বলেন, ডিজিটাল দুনিয়ায় যতক্ষণ না তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ অভিযোগ প্রমাণিত হয় না৷