দলের শীর্ষ নেতৃত্বের ফোন হ্যাকিং: হুগলিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের

0
2

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay), ভোট কুশলী প্রশান্ত কিশোরদের (Prashant Kishor) ফোনে আড়ি পেতে, কল রেকর্ড করে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ফোনে আড়িপাতার প্রতিবাদ করে হুগলিতে (Hoogli) বিক্ষোভ তৃণমূল (Tmc)। শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের ফোনে বেআইনি ভাবে আড়ি পাতা এবং তথ্য সংগ্রহের প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হুগলির ঘড়ির মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- এনআরএস-এ ডোমের চাকরির জন্য আবেদন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারদের! হতবাক কর্তৃপক্ষ

আরও পড়ুন- শান্তনু সেনের সাসপেনশনে সিপিআইএমের বিলম্বিত বোধোদয়!