শুরু হয়ে গেল বাংলার অনুশীলন, নেমে পড়লেন মন্ত্রী মনোজ তিওয়ারি

0
3

শুক্রবার থেকে শুরু হয়ে গেল বাংলার ( bengal) অনুশীলন। মুখ্য প্রশিক্ষক অরুণ লাল( arun lal) ও ফিজিয়োর তত্ত্বাবধানে মাঠে নেমে পড়লেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি(Bengal minister Manoj Tiwary) , শ্রীবৎস গোস্বামীরা( srivatsa goswami)।

শুক্রবার সকালে সল্টলেকের মাঠে দেহরক্ষীদের নিয়ে অনুশীলনে পৌঁছে যান মন্ত্রী  মনোজ তিওয়ারি। বাংলার ফিটনেস অনুশীলনে নামার আগে মাঠকে প্রণামও করেন তিনি। এরপরই বাংলার অনুশীলনে নেমে পড়েন মনোজ।

অনুশীলনে নেমে বাংলার কোচ অরুণ লাল, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন মনোজ তিওয়ারি। মন্ত্রী হয়ে আবারও মাঠে ফেরা। মাঠে ফিরে উচ্ছসিত মনোজ। তিনি বলেন,” ক্রিকেট আমার প্রথম ভালবাসা। দিদি সেটা জানেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে মাঠে ফেরার কথা ওঁনাকে জানিয়েছিলাম। দিদি আমার আবেদন মেনে নিয়েছেন। তাই এই মরসুমে তিন ধরনের ক্রিকেটেই আমাকে খেলতে দেখা যাবে। রাজনীতির সঙ্গে পেশাদার ক্রিকেট খেলার চাপ রয়েছে মারাত্মক। আশা করি দুটি মঞ্চেই নিজেকে মেলে ধরতে পারব। আমার লক্ষ্য রঞ্জি ট্রফি জয়।”

 

এদিকে প্রথমদিনই মনোজসহ বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস চোখে পড়েছে অরুণ লালের। তিনি বলেন,” প্রথম দিন সবার পক্ষে ফিটনেসের শীর্ষে থাকা সম্ভব নয়। কারণ কোভিডের জন্য সবাইকে ঘর বন্দি থাকতে হয়েছিল। তবে মনোজ ও কয়েক জনের ফিটনেস দেখে বেশ ভাল লাগল। এই তাগিদটা সবসময় থাকতে হবে।”

আরও পড়ুন:মূল চুক্তিপত্রে পরিবর্তন দরকার, শ্রী সিমেন্টের চুক্তিপত্র দেখে জানালেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়