সাম্প্রতিক সময়ে ড্রোনের(drone) ব্যাপক ব্যবহার নিরাপত্তা বাহিনীর কাছে অন্যতম চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে এবার অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও(West Bengal) কড়া বিধি-নিষেধ জারির পথে হাঁটল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক(defence ministry)। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গে নৌ-বাহিনী কেন্দ্রের ৩ কিলোমিটারের মধ্যে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নিষিদ্ধ এলাকায় বিনা অনুমতি কোনওরকম ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল(UAV) ব্যবহার করা হলে ব্যবহারকারী বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে নৌবাহিনী কেন্দ্রের ৩ কিলোমিটারের মধ্যে নো ফ্লাই জোন ঘোষণা হওয়ায় এখন থেকে হুগলি সেতু, খিদিরপুরের একটি অংশ, ফোর্ট উইলিয়াম সহ ময়দান এলাকার ব্যাপক অংশে কোনওরকম ড্রোন ব্যবহার করা যাবে না। তবে এই সমস্ত এলাকায় যদি কেউ ড্রোন ব্যবহার করতে চান সে ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক ও ডিজিসিএ-র কাছ থেকে অনুমোদন নিতে হবে। বিনা অনুমতিতে এই সমস্ত এলাকায় ড্রোন ব্যবহার করা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:গণ-পরিবহণে মহিলা ও রূপান্তরকামীদের প্রতি অভব্য আচরণ ঠেকাতে কোর্টের প্রস্তাব
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপত্যকায় সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য ড্রোনের ব্যাপক ব্যবহার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে স্বরাষ্ট্রমন্ত্রকের। শুক্রবারও উপত্যকায় বিপুল পরিমাণ বিস্ফোরক সহ এক পাক ড্রোন গুলি করে নামায় নিরাপত্তা বাহিনী। ফলে দেশের ভিভিআইপি জোন গুলিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। যার জেরেই জারি হল কড়া নির্দেশিকা।