শুরু হয়ে গেল টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics )। শুরুটা খুব একটা ভালো গেল না ভারতের( india) দীপিকা কুমারীর( deepika kumari) কাছে। বাছাই পর্বে নবম স্থানে শেষ করলেন বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজের। কোয়ালিফিকেশন রাউন্ড উত্তীর্ণ হয়েছেন দীপিকা।
৭২টি তির মেরে দীপিকার পয়েন্ট সংগ্রহ করেছেন ৬৬৩। পরের পর্বে তিনি মুখোমুখি হবেন ভুটানের কর্মার। বাছাই পর্বে শীর্ষ স্থান পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান। তাঁর পয়েন্ট সংখ্যা ৬৮০। প্রথম তিনটি স্থানই দখল করছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাং মিনহি, তাঁর পয়েন্ট ৬৭৭ এবং তৃতীয় স্থানে রয়েছেন চেইয়ং কাং, তাঁর পয়েন্ট ৬৭৫ ।
বাছাই পর্বে প্রথম রাউন্ডের শেষে চতুর্থ স্থানে ছিলেন দীপিকা। শুরুটা ভালই করেছিলেন তিনি। কিন্তু তার পর থেকেই যেন ছন্দ হারালেন। শেষ করলেন নবম স্থানে।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস













































































































































