মদ্যপান ও অশালীন মন্তব্যের জেরে যুবকের মৃত্যু, আহত ৩

0
1

মদ্যপান ও অশালীন মন্তব্যের জের হাতাহাতিতে ১ জনের মৃত্যুর অভিযোগ। আহত ৩। মালদহের (Maldah) বৈষ্ণবনগরের কেষ্টপুরের ঘটনা। পুলিশ (Police) সূত্রে খবর, দুই প্রতিবেশী দীপক মণ্ডল (Dipak Mandal) এবং সুব্রত ঘোষের (Subrata Ghosh) মধ্যে শুক্রবার সকালে মদ খেয়ে অশালীন কথাবার্তা বলাকে ঘিরে গোলমাল শুরু হয়। অভিযোগ, এরপরই দীপক মণ্ডলের পরিবার ধারালো অস্ত্র নিয়ে সুব্রত ঘোষর পরিবারদের আক্রমণ করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইন্দ্রজিৎ ঘোষ (Indrajit Ghosh) নামে ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়। ঘটনায় দুপক্ষের ৩ জন আহত হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এদিন মদ্যপানের পর তা সংঘর্ষের রূপ নেয়। তবে এটা নিছক সাময়িক গন্ডগোল না এর পিছনে জমিজমা সংক্রান্ত বা অন্য কোনও বিষয় রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।