গণ-পরিবহণে মহিলা ও রূপান্তরকামীদের প্রতি অভব্য আচরণ ঠেকাতে উদ্যোগ নিলো কলকাতা হাইকোর্ট। কোনও নির্দেশ অবশ্য দেওয়া হয়নি, তবে এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কিছু প্রস্তাব পাঠিয়ে, দুই সরকারের মতামত জানতে চেয়েছে আদালত৷
শুক্রবার এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিশেষ কিছু প্রস্তাব করেছে৷ আদালত ওই প্রস্তাবে বলেছে, সরকারি ও বেসরকারি, সব ধরনের বাসে এবং অন্যান্য গণ-পরিবহণে লাগাতে হবে সিসিটিভি ও দেখা যায় এমন জায়গায় লিখতে হবে হেল্পলাইন নম্বর। সমস্ত বাসস্ট্যান্ডেও থাকবে ওই হেল্পলাইন নম্বর। মহিলা ও রূপান্তরকামীদের জন্য আলাদা আলাদা হেল্পলাইন নম্বর থাকতে হবে৷
এই প্রস্তাবের বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য কী, এই কাজ করা সম্ভবপর কি’না, তা খতিয়ে দেখে আগামী ১২ আগস্টের মধ্যে রাজ্যকে জানাতে বলা হয়েছে৷ এই সংক্রান্ত বিষয়ে একটি পরিকল্পনাও আদালতে জমা করতে হবে।যেহেতু বিষয়টি মোটর ভেহিক্যালস আইনের আওতায় পড়ছে, তাই কেন্দ্রীয় সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকেও বিষয়টি নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:পেগাসাসকাণ্ড পৌঁছল সুপ্রিম কোর্টে, মামলা আইনজীবীর