মমতার প্রশংসায় প্রদেশ কংগ্রেস

0
2

দিল্লির মসনদ থেকে বিজেপি তথা নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে প্রয়োজনে তৃণমূলের হাত ধরতে পিছপা হবে না কংগ্রেস। শুক্রবার বিধান ভবনে সাংবাদিক বৈঠক করে দীপ্তকণ্ঠে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি দীপ্তিমান ঘোষ। তাহলে বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি? এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি বলেন, বিষয়টিকে এমন ভাবে দেখা উচিত নয়। তৃণমূলের সঙ্গে রাজ্য কংগ্রেসের উপবৃত্তির বিরোধিতা আছে। কিন্তু বৃহত্তর স্বার্থে বিজেপির মত সাম্প্রদায়িক দলকে কেন্দ্র থেকে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে কোনও সমস্যা নেই কংগ্রেসের। কারণ, একুশের বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করেছেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে মমতাকে বাদ দিয়ে বিজেপিকে হটানোর কথা ভাবতেই পারছে না সর্বভারতীয়স্তরে কোন অবিজেপি দল।

আরও পড়ুন- এনআরএস-এ ডোমের চাকরির জন্য আবেদন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারদের! হতবাক কর্তৃপক্ষ