একটা সরকারি চাকরির আশা করে উচ্চশিক্ষার দিকে এগোন অনেকেই। আর সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ডোমের চাকরির জন্য আবেদন করলেন স্নাতক (Graduate), স্নাতকোত্তর (Post Graduate) এমনকী ইঞ্জিনিয়ারিং (Engineering) ডিগ্রিধারীরাও। এনআরএস (Nrs) হাসপাতালে ডোমের অস্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ৬টি পদের জন্য আবেদন জমা পড়ে প্রায় ৮ হাজার। তার মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক। ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর আর ১০০ জন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। আবেদনকারীদের মধ্যে থেকে ৭৮৪ জনকে ইন্টারভিউতে (Interview) ডাকা হয়েছে, যাঁদের মধ্যে ৮৪ জন মহিলা।
মৃতদেহ ওয়ার্ড থেকে বের করে শববাহী গাড়িতে পৌঁছে দেওয়া, ময়নাতদন্তের সময় সাহায্য করা-এইসব কাজের জন্য নিয়োগ করা হয় ডোমেদের। কিন্তু, অতিমারি পরিস্থিতিতে ডোমদের ঘাটতি দেখা দেয়। কোন হাসপাতাল কতজন ডোম নেওয়া যাবে তারও নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর।
সেইমতো এবার এনআরএসে ৬ জনকে অস্থায়ীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু, ৬টি পদের জন্য আট হাজারের বেশি আবেদন জমে পড়ায় হতবাক কর্তৃপক্ষ। তার থেকেও তারা বিস্মিত, যেখানে ন্যূনতম যোগ্যতা এইট পাশ, সেখানে আবেদনকারীদের মধ্যে উচ্চশিক্ষিতরা রয়েছেন। শুধু তাই নয়, ডোম সম্প্রদায়ভুক্ত হলে বা মর্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে বলা আছে। কিন্তু, তারপরেও উচ্চশিক্ষিতরা আবেদন করায় আর্থ-সামাজিক ব্যবস্থার কী চিত্র ফুটে উঠেছে তা নিয়েই চিন্তায় সব মহল।
আরও পড়ুন- পর্নোগ্রাফির টাকা বেটিংয়ে! পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল রাজের, শিল্পার বাড়িতেও তল্লাশি