রেফার করা নিয়ে মুর্শিদাবাদের হাসপাতালে চিকিৎসক-নার্স নিগ্রহ, গ্রেফতার ৫

0
1

গোটা বিশ্বের সঙ্গে এ দেশেও থাবা বসিয়েছে করোনা। যারা করোনা ভাইরাসসের বিরুদ্ধে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন, সেই ডাক্তার-নার্সদের ওপরেই নিগ্রহের অভিযোগ! শুক্রবার রেফার করা নিয়ে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের শক্তিপুরের সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার শক্তিপুর ব্লক হাসপাতালে ভর্তি হন ভোল্লা গ্রামের বাসিন্দা ৪৫ বছরের মুর্শিদা বেগমকে। অবস্থার অবনতির কারনে সন্ধে নাগাদ ওই রোগিণীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। খবর দেওয়া হয় ওই রোগীর আত্মীয়দের। কিন্তু হাসপাতালে এসে রেফারের কথা শুনে উত্তেজিত হয়ে পড়ে ওই ওই রোগিণীর পরিবার। অভিযোগ, রেফার করা যাবে না বলে হুমকি দিয়ে জরুরি বিভাগের ঘরের দরজা আটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও দুই নার্সকে বেধড়ক মারধর করেন রোগিণীর পরিজনেরা। আহত চিকিৎসক ও এক নার্সকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়। এই ঘটনায় আপাতত ৫ জনকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ।

আরও পড়ুন- কুপন দেখানোর পরই মিলবে ভ্যাকসিন, সোমবার থেকে চালু নয়া নিয়ম