চোটের কারণে ইংল‍্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

0
3

চোটের কারণে ইংল‍্যান্ড( England) সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর( washington sundar)। আঙুলের চোটের কারণে আসন্ন ইংল‍্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন তিনি। শুভমন গিল( shubhman gil) এবং আবেশ খানের ( avesh khan) পর ভারতের আরও এক ক্রিকেটার ছিটকে গেল। সুন্দরের সিরিজ থেকে ছিটকে যাওয়া চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে।

প্রস্তুতি ম্যাচ খেলার সময় আঙুলে চোট পান ওয়াশিংটন। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি। চেস্টার লে স্ট্রিটে চলতি প্রস্তুতি ম্যাচে কাউন্টি একাদশের সদস্য ছিলেন ওয়াশিংটন। আবেশ খানের মতো তিনিও আঙুলে চোট পেয়ে ছিটকে গেলেন।

৪ তারিখ ইংল‍্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে তার আগে ওয়াশিংটন সুন্দেরে না থাকা চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন:বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ, রাজ্যে চালু ‘স্যান্ড মাইনিং পলিসি’: মমতা