রাজ্যের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) প্রাক্তন দেহরক্ষীর (Bodyguard) মৃত্যুর তদন্তে নেমেছে CID. শুধু তাই নয় রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা (LOP) তথা অধুনা বিজেপি (BJP) নেতা শুভেন্দুর বিরুদ্ধে সাম্প্রতিকালে একাধিক ফৌজদারি মামলার জোরদার তদন্ত চলছে। একইসঙ্গে একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে পুলিশ।
এই ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। উচ্চ আদালতে তাঁর আবেদন, তাঁর বিরুদ্ধে সমস্ত FIR খারিজ করে দেওয়া হোক। আর এরপরও সত্য উদ্ঘাটনে তদন্ত হলে তা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. বিজেপি নেতা শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে ভুয়ো মামলা করে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে। তবে শুভেন্দুর এই আর্জি হাইকোর্টে আদৌ গৃহীত হবে কিনা, কিংবা গৃহীত হলেও তার শুনানি কবে সেটা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন- লাল-হলুদের ঝামেলা নিয়ে কোন মন্তব্য করবে না AIFF, জানালেন সচিব কুশল দাস