করোনা মহামারি আবহে ২০২১ সালে রাজ্যে উচ্চমাধ্যমিক( higher secondary) পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সল্টলেকে বিদ্যাসাগর ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়।
খুব স্বাভাবিকভাবে সেখানে মেধা তালিকা না থাকলেও ৫০০-এর মধ্যে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়ে “প্রথম” হয়েছেন মুর্শিদাবাদ জেলার কান্দির মেধাবী ছাত্রী রুমানা সুলতানা(Rumana Sultana) । বিকেল ৪টের পর ওয়েবসাইটে ফলাফল দেখার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন রুমানা ও তাঁর পরিবারের লোকেরা।
উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় রুমানা সুলতানা জানান, ভবিষ্যতে সে রিসার্চ করতে চায়। ছোটবেলা থেকেই রুমানার স্বপ্ন ছিল বড় হয়ে বিজ্ঞানী হওয়ার। উচ্চমাধ্যমিকের দুর্দান্ত ফলাফলের পর সেই পথেই হাঁটতে চায় রুমানা।
আরও পড়ুন:শিক্ষকদের সুবিধামতো বদলির জন্য চালু ‘উৎসশ্রী’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর













































































































































