ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি পেগাসাস, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

0
1

পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে বড় কেলেঙ্কারি। ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে একহাত নিয়েছিলেন। সেই রেশ ধরে বৃহস্পতিবার ফের আরও একবার সুর চড়িয়ে বললেন, এরা ঘরের অন্দরে ঢুকে পড়ছে। স্বামী-স্ত্রীর কথাও আজ আর গোপনীয়তায় ঢাকা থাকছে না।

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করেন। জানান, ভোটের সময়ে কালীঘাটে আমি একটা বৈঠক করেছিলাম। বৈঠকে ছিল সুব্রত বক্সি, অভিষেক আর পিকে। এই চারজনের কেউই মোবাইল চালু করেনি, বা ভিডিও করেনি। অথচ আমাদের পুরো বৈঠকের রেকর্ডিং হয়ে গেল। পিকে পরে ফোন ফরম্যাট করতে গিয়ে জেনেছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি দেশের গণতান্ত্রিক রীতিনীতি লংঘন করে যা ইচ্ছে তাই করছে। কেন্দ্র থেকে এদের হঠাতে হবে। মানুষের দুঃখ শেষ হবে না যতদিন না বিজেপি কেন্দ্র থেকে না সরছে।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ৪৯৯ নম্বর পাওয়া কান্দির ছাত্রী রুমানা সুলতানা বিজ্ঞানী হতে চায়