বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে (rain in Mumbai) মহারাষ্ট্র ও মুম্বই কার্যত বানভাসি (flood situation in Maharashtra and Mumbai) হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। তারমধ্যে জনবসতি যেমন আছে, তেমনি আছে রেল ও সড়ক পথের বিরাট একটি অংশ । এই রাজ্যের কোঙ্কন এলাকায় বন্যা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। রাস্তা, ঘর-বাড়ি সব জলের তলায় চলে গিয়েছে। নৌকায় করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নদীর জল ফুলে ফেঁপে ওঠায় রায়গড় ও রত্নগিরি জেলায় বন্যার জল ফুলে উঠছে। চারিদিকে জল জমে থাকায় একাধিক দূরপাল্লার ট্রেন যত্রতত্র আটকে গিয়েছে । রেল সূত্রে জানানো হয়েছে, অন্তত ৬ হাজার রেল যাত্রী জল বন্দি হয়ে পড়েছেন। বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। মুম্বই থেকে ২৪০ কিলোমিটার দূরে চিপলুন এলাকায় উদ্ধারকাজ চলছে। ওই এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। মুম্বই-গোয়া ন্যাশনাল হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। গত রাতে নতুন করে ফুলে উঠেছে বশিষ্টি নদী। জানা গিয়েছে সেখানে আস্ত একটি বাস জলের তলায় ডুবে গিয়েছে।
তবে এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে খানিকটা আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী আগামী ২৩ জুলাই পর্যন্ত মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তবে ২৪ জুলাই থেরে বৃষ্টি কমতে থাকবে। সপ্তাহান্তে বৃষ্টি থামতে পারে।