মুকুল রায় কি আচমকা কৃষ্ণনগর উত্তরের BJP বিধায়কের পদ থেকে ইস্তফা দিচ্ছেন? তিনি কি রাজ্যসভার উপনির্বাচনে TMC প্রার্থী? জল্পনা তীব্র। তবে এর কোনো কনফারমেশন পাওয়া যায়নি। সূত্রের খবর, যেকোনো মুহূর্তে বিধায়ক পদ ছাড়তে পারেন মুকুল। কারণ দিন কয়েকের মধ্যেই রাজ্যসভায় মনোনয়নপেশ। যেহেতু তৃণমূল এখন দিল্লির দরবার এবং বিশেষভাবে অন্য একাধিক রাজ্যে সংগঠন বিস্তারে জোর দিচ্ছে, তাই মুকুল রায়কে সেখানে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন এখনই। এর পরেই মানস ভুইঞার আসনে উপনির্বাচন। খবর হল, মুকুল এবং যশবন্ত সিনহা, এই দুজনকে দল ভাবছে রাজ্যসভায়। জাতীয় স্তরের রাজনীতির কথা ভেবে। বিশেষত মুকুলকে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি করেছিল বলে তাঁকেই বিজেপির উল্টোদিকে ব্যবহার করাটা চিমটির কাজ করবে।
এদিকে মুকুল বিধায়ক পদ ছাড়লে বিধানসভায় বিজেপির একজন বিধায়ক কমবে। দলত্যাগ বিরোধী আইনের বিতর্কও থাকবে না। বড়জোর PAC চেয়ারম্যান অন্য কাউকে করতে হবে। তাতে তৃণমূলের কোনো ক্ষতি নেই। মুকুলের আজ দিল্লি থাকার কথা। তৃণমূল সাংসদদের বৈঠকে এবং নৈশভোজে মুকুল এবং যশবন্তকে আমন্ত্রণ করা হয়েছে। মুকুল যদি এখনই বা কদিন পর বিধায়ক পদ ছাড়েন, তাহলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। সেক্ষেত্রে সেটি বিজেপির ঘাঁটি হলেও তৃণমূল জয়ের লক্ষ্যে ঝাঁপানোর সুযোগ পাবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
































































































































