PAC বিতর্কে দ্বৈরথের আবহেই ৩০ জুলাই বিধানসভায় মুখোমুখি মুকুল–শুভেন্দু

0
1

ফের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)-মুকুল রায় (Mukul Roy)। খাতায়-কলমে দু’জনেই বিজেপি (BJP) বিধায়ক হলেও সাপে-নেউলে সম্পর্ক। পদ্ম চিহ্নে কৃষ্ণনগর উত্তর (Krishnagar North) থেকে জয়ী বিধায়ক মুকুল রায় ভোটের ঠিক পরেই “ঘর ওয়াপাসি” করেছেন। আর দলবদলের পর এটাই প্রথম মুখোমুখি বৈঠক শুভেন্দু-মুকুলের।

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিতে বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন নিয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ থেকে শুরু করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার, এমনকী বুধবার একুশের শহিদ সমাবেশ মঞ্চে মুকুলের উপস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত করতে পিছপা হননি শুভেন্দু। ঠিক এই আবহেই আগামী ৩০ জুলাই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক। সেখানেই শুভেন্দু অধিকারী–মুকুল রায়ের “ঐতিহাসিক” সাক্ষাৎ–পর্ব। যা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন- পুলিশ-CID নয়, তাঁর বিরুদ্ধে মামলার তদন্ত করুক CBI! হাইকোর্টে আর্জি শুভেন্দুর