কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করতে পারেন আইনজীবীদের একাংশ৷ আইনজীবীদের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রেই মামলার ঘর বদল হাইকোর্টের নিয়ম মেনে হচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজের ইচ্ছা অনুসারে এজলাস বদল করছেন৷ আইনজীবীদের একাংশের অভিযোগ, এই কাজের পিছনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অন্য উদ্দ্যেশ লুকিয়ে আছে৷
আইনজীবীদের এক জরুরি বৈঠকের শেষে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ জানান, তাঁরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বিধি মেনে কাজ করার অনুরোধ জানাবেন। রাজেশ বিন্দাল যদি সেই অভিযোগের কোনও সুরাহা না করেন, তাহলে মঙ্গলবার থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করতে বাধ্য হবেন আইনজীবীরা।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাজকর্ম নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি অরিন্দম সিনহা এবং বিচারপতি সব্যসাচী ভট্টচার্য। এখন আইনজীবীদের একটি অংশও প্রতিবাদ জানানো শুরু করেছেন। বিন্দালকে
ঘিরে ক্রমশই অসন্তোষ বাড়ছে আইনজীবী মহলে। আইনজীবীদের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রেই মামলার ঘর বদল হাইকোর্টের নিয়ম মেনে হচ্ছে না। বুধবার হাইকোর্টের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এই নিয়ে ভার্চুয়ালি একটি বৈঠকও করেছেন। সূত্রের খবর, বার অ্যাসোসিয়েশনকে যুক্ত না করেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাজকর্মের বিরোধিতা করে এই বৈঠকের সিদ্ধান্ত নেন হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের একাংশ। বৈঠকে স্থির করা হয়, প্রথম চিঠিতে কাজ না হলেও বৃহস্পতিবার ফের দ্বিতীয় চিঠি দেওয়া হবে। দ্বিতীয় চিঠির পরেও যদি সাড়া না দেওয়া হয়, তাহলে শুক্রবার এই আইনজীবীরা ফের বৈঠকে বসবেন। সেই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তাঁরা বিধি মেনে কাজ করার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন। আপতত এমনই পদক্ষেপের সিদ্ধান্তই নেওয়া হয়েছে।