NHRC রিপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ তুললেন আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)।বৃহস্পতিবার, ভোট-পরবর্তী হিংসা নিয়ে NHRC-র রিপোর্টের পরে
 হাইকোর্টে (High Court) শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে একাধিক অসঙ্গতি রয়েছে। শুধু তাই নয়, এতে ভোটের আগের হিংসার ঘটনার উল্লেখ রয়েছে। এনএইচআরসির রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আদালতে অভিযোগ করেন সিংভি।

এইদিনের শুনানিতে রাজ্য সরকার পক্ষের আইনজীবী বলেন, “জাতীয় মানবাধিকার কমিশনের তরফে যে রিপোর্ট ১৩ জুলাই পেশ করা হয়, তাতে বিধানসভা নির্বাচনের আগেকার বেশ কিছু হিংসার ঘটনাও রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”। সিংভির মতে, জাতীয় মানবাধিকার কমিশনের মতো নিরপেক্ষ সংস্থার কাছে এটা কাম্য নয়।
হিংসা সংক্রান্ত যে যে অভিযোগ জমা পড়েছিল, রাজ্য পুলিশ তা খতিয়ে দেখছে বলেও শুনানিতে জানান অভিষেক মনু সিংভি।

পাল্টা মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানির (Mahesh Jethmalani) অভিযোগ, “যাঁরা যাঁরা মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদেরকে এখন হুমকি দিচ্ছে পুলিশ ও রাজনৈতিক নেতা-কর্মীরা”। তাঁর দাবি, আক্রান্তরা ভীত। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মহেশ জেঠমালানি। পরবর্তী শুনানির দিন ২৮ জুলাই ধার্য হয়েছে।




































































































































