প্রকাশিত হল উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষার ফল। আজ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি মহুয়া দাস। তিনি জানান, চলতি বছরে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। A গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। ৪৯৯ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬ জন পরীক্ষার্থী।
গত মঙ্গলবারই মাধ্যমিকের ফল বেরিয়েছে। পাশের হার ছিল ১০০ শতাংশ। সেইমতো উচ্চমাধ্যমিকেও ভালো ফলের আশা ছিল। মাধ্যমিকের মতো ১০০ শতাংশ না হলেও এবারের পাশের হার ৯৭.৬৯ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, রাজ্যের সমস্ত জেলায় পাশের হার ৯০ শতাংশ ও তার বেশি। মাইনরিটিদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাশের হার ৯৭.৩৩ শতাংশ।
করোনা আবহে পরীক্ষা বাতিল হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি পরীক্ষার্থীরা । তাই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে ফল। শুক্রবার স্কুল থেকেই মিলবে মার্কশিট। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে। অন্যদিকে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে । ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.