মধ্যবিত্তদের জন্য সুখবর! বিয়ের মরশুমে ফের দাম কমল সোনার

0
2

মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে বিয়ের মরশুমেই দাম কমল সোনার। আন্তর্জাতিক বাজারে একটানা দামবৃদ্ধির পর গত তিন দিনে দ্বিতীয় বার দাম কমল সোনার। মাল্টি কমোডিটি ইনডেক্স-এর হিসেব অনুযায়ী বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা।
এক সময় মধ্যবিত্তদের প্রায় হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল এই মূল্যবান ধাতুর দাম। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই দাম কমে সোনার। বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারাট (পাকা সোনা) ১০ গ্রাম সোনার দাম ৪৮ হাজার ৭০০ টাকা। ২২ ক্যারাট (গয়নার সোনা) সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ২০০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ৯০০ টাকা। গত কয়েকদিনের মধ্যে বৃহস্পতিবার সোনার দাম সবচেয়ে বেশি নামল। দাম কমতে থাকায় এখনই সোনা কেনার সেরা সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। এক কেজি রুপোর দাম কমে ৬৭ হাজার ৩৬ টাকা।