শতাব্দী-প্রাচীন ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal Club) বাদ দিয়ে ভাবাই যায় না সব খেলার সেরা বাঙালির ফুটবলকে। কিন্তু বহু ইতিহাসের সাক্ষী সেই “ইস্টবেঙ্গল ক্লাব”-এর এখন অস্তিত্ব সংকট। কর্মকর্তাদের বিরুদ্ধে লাল-হলুদসমর্থকদের বিক্ষোভে ইতিমধ্যেই উত্তাল হয়েছে ময়দান চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে। যা সাম্প্রতিক সময়ে কলকাতা ফুটবলে নজিরবিহীন ঘটনা।
এরপর ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল নেতা তথা কামারহাটির জনপ্রিয় বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পছন্দের ক্লাবের সংকটের দিনে নিজের বিধায়ক কোটার একমাসের বেতন দেওয়ার কথাও ঘোষণা করেন মদন। এখানেই শেষ নয়। আজ, বৃহস্পতিবার প্রতিশ্রুতিমতো নিজের এক মাসের বেতন ময়দান তাঁবুতে গিয়ে নিজে হাতে তুলে দিলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের হাতে।

এদিন হলুদ ধুতি ও লাল পাঞ্জাবিতে ক্লাব টেন্টে এসে লাল-হলুদ সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে মাঠে গিয়ে ফুটবল নিয়ে কারিকুরি করলেন মদন মিত্র। এদিন ক্লাবে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, ‘ক্লাবে ‘অভাব আছে। কয়েকটা ট্রফি পায়নি। আর ট্রফি পায়নি বলেই ক্লাব বিক্রি করে দেওয়া হবে? মানে এরপর বিশ্বভারতীর রেজাল্ট খারাপ হলে সেখানে রবীন্দ্রনাথে মূর্তি উড়ে যাবে? আমি কিন্তু তৃণমূল নেতা হিসাবে বলছি না। আমি কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলাম।”


আরও পড়ুন- শিল্পা কোথায়? শিল্পাও কি রাজের নীল ছবিতে অভিনয় করেছিলেন? চাঞ্চল্য বলিউডে




































































































































