টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics) প্রথম ম্যাচেই হার আর্জেন্তিনার( Argentina )। বৃহস্পতিবার তারা ২-০ গোলে হারল অস্ট্রেলিয়ার ( Australia )কাছে।
বৃহস্পতিবার একেবারেই একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে মাঠে নেমে আর্জেন্তিনা। কোপা আমেরিকায় খেলা কোন ফুটবলারই ছিল না এই দলে। ম্যাচে এদিন শুরু থেকে আক্রমণ চালায় অস্ট্রেলিয়া। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন লাচলান ওয়েলস। এরপর আক্রমণে ঝাপায় দু’দল। কিন্তু প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার করেক মিনিট আগে বাজে ফাউল করার কারণে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্তিনার ফ্রান্সিসকো ওর্তেগাকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনে শুরু করে আর্জেন্তাইনরা। আক্রমনে ঝাপায় দু’দল। কিন্তু কাজের কাজ করতে ব্যর্থ হয় আর্জেন্তিনা। খেলা শেষের কয়েক মিনিট আগে গোল করে অস্ট্রেলিয়ার হয়ে জয় নিশ্চিত করেন মার্কো টিলিয়ো।
আরও পড়ুন:অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ব্রাজিল, ৪-২ গোলে উড়িয়ে দিল জার্মানিকে