দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

0
3

ভার্চুয়ালি হলেও ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার সাড়ম্বরে শহিদ দিবস পালন করছে তৃণমূল। দিল্লি- উত্তরপ্রদেশ সহ দেশের ৬ রাজ্যে ভার্চুয়ালি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শোনানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। একুশে জুলাই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আজ কী বার্তা দেন তা শুনতে দিল্লিতে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদরা(TMC MP)। তবে শুধু তৃণমূল নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে দিল্লিতে তৃণমূলের অফিসে উপস্থিত হলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদাম্বরম(P Chidambaram), এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar) মতো নেতৃত্ব।

বুধবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তাঁকে স্বাগত জানান সৌগত রায়। এরপর একে একে সেখানে আসেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ও জয়া বচ্চন, কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, টিআরএস নেতা কেশব রাও, আরজেডি নেতা মনোজ রায়, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুপ্রিয়া সুলের মতো নেতৃত্বরা। সকল বিরোধী নেতাকে এদিন স্বাগত জানানো হয় তৃণমূলের তরফে। এই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা শুনতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

আরও পড়ুন:লক্ষ্য ২০২৪ : শহিদ তর্পণে পার্থ, সুব্রত, ফিরহাদরা

উল্লেখ্য, ২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এবার বড় পরিসরে ভার্চুয়ালি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। উত্তর প্রদেশ, গুজরাট, পাঞ্জাব, আসাম, দিল্লি, ত্রিপুরা, তামিলনাড়ুর মত রাজ্যগুলিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ত্রিপুরাতে ২১ জুলাই পালনে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে।