জন্মদিনের দিন সেরা পুরস্কার পেলেন সন্দেশ ঝিঙ্গান( sandesh jhingan)। এআইএফএফ( aiff) এর বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন এটিকে মোহনবাগানের ( atk mohunbagan)এই তারকা ডিফেন্ডার। বুধবার প্রকাশিত হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরার পুরষ্কার। সেখানে সবাইকে পিছনে ফেলে বর্ষসেরার পুরস্কার পেলেন তিনি। এবং বলা বাহুল্য, জন্মদিনের দিনেই এমন বিশেষ কৃতিত্ব পেলেন সন্দেশ।
🏆 𝐀𝐈𝐅𝐅 𝐀𝐰𝐚𝐫𝐝𝐬 𝟐𝟎𝟐𝟎-𝟐𝟏 🏆
The Award for the AIFF Men’s Footballer of the Year 2020-21 goes to 𝙎𝙖𝙣𝙙𝙚𝙨𝙝 𝙅𝙝𝙞𝙣𝙜𝙖𝙣! 👏👏#IndianFootball ⚽ #IndianFootballForwardTogether 💪 #BlueTigers 🐯 #BackTheBlue 💙 pic.twitter.com/CVtSLxhMHS
— Indian Football Team (@IndianFootball) July 21, 2021
এদিকে বর্ষসেরা পুরুষ উঠতি ফুটবলার হিসাবে নির্বাচিত হয়েছেন তরুণ মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংঝাম। বেঙ্গালুরু এফসির হয়ে গত আইএসএলে দারুণ পারফরম্যান্স করেন তিনি। এরপরই ভারতীয় দলে সুযোগ এসে যায় সুরেশের কাছে। সদ্য বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বেও দারুণ পারফর্ম করেন তিনি। এদিকে বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন ৩১ বছরের তারকা ফরোয়ার্ড বালা দেবী। বর্তমানে স্কটল্যান্ডে রেঞ্জার্স দলের হয়ে খেলছেন তিনি। বর্ষসেরা উঠতি মহিলা ফুটবলার হিসেবে ঘোষিত হয়েছেন ১৯ বছরের তরুণী মনীষা, যিনি গত মহিলা লিগে গোকুলাম কেরালাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন।
আরও পড়ুন:ম্যাচ সেরার পুরস্কার হাতে দ্রাবিড়ের প্রশংসায় চ্যাহার